ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে পক্ষকালব্যাপী মহিলা ক্রিকেট প্রশিক্ষণ ২০২৩ সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী আনোয়ারা বেগম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
উল্লেখ্য লালমনিরহাট মহিলা ক্রীড়া সংস্থা প্রমিলা (অনুর্ধ-১৫) ক্রিকেটার প্রশিক্ষণ ২০২৩ অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্যে লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তানজিনা আফরোজ পক্ষকালব্যাপী মহিলা ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী বক্তব্যে বলেন
মাদকাসক্তি, মোবাইল আসক্তি আগ্রাসন থেকে বের হয়ে সুস্থ সবল দেহ ও মন গঠন , চারিত্রিক গুণাবলি বিকাশ, সৃজনশীলতা তৈরিতে খেলাধুলা অপরিহার্য ও মনকে প্রফুল্ল রাখতে এবং শৃঙ্খলা অনুষ্ঠানে খেলাধুলা অনবদ্য ভূমিকা পালন করে। তিনি আরও বলেন ক্রীড়াঙ্গনে শৃঙ্খলাবোধ স্মৃতিকাগ্রহ, শৃঙ্খলাবোধ শুধু ব্যক্তির নয়। সমগ্র দেশ ও জাতির সার্বিক উন্নতির অন্যতম হাতিয়ার। শৃঙ্খলা সময়ানুবর্তিতা পরিবেশের সঙ্গে খাব খাওয়ানো নেতৃত্ব প্রদান ইত্যাদি গুণাবলি অর্জনে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, কবি ও কথাসাহিত্যিক, সমাজসেবক এবং সহসভাপতি জেলা মহিলা ক্রীড়া সংস্থা ফেরদৌসী বেগম বিউটি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেনিন,
জেলা মহিলা ক্রীড়া সংস্থার শান্তনা রানী, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, কবি ও সাহিত্যিক সরমিন হক বীথি প্রশিক্ষণার্থীরাসহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।
সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা বেগম মিনা।