ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও সদরে জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এঁর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানে রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তন (পুরাতনে)স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপস্থিতির মাধ্যমে লালমনিরহাট পৌরশাখার ব্যানারে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, পৌর শাখা জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরী।
লালমনিরহাট জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতনের সঞ্চালনায় আলোচনা সভায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্মৃতিচারণ করে প্রধান অতিথি র বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন। তিনি বলেন অত্যন্ত অবহেলিত অত্যন্ত নাম না জানা এলাকায় তিনি হেঁটেছে। এইজন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই মহান রাষ্ট্রপতি বিশ্বে বাংলাদেশকে চেনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা এখন লালমনিরহাটবাসী শুধু লালমনিরহাটবাসী নয় আমি বলব পুরো বাংলাদেশ গৌরবান্বিত। যেমন একজন রাষ্ট্রপতি ছিলেন, যিনি সম্পূর্ণরুপে অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। যিনি একজন দার্শনি, যিনি একজন কবি, যিনি সকল ধর্মের মানুষকে সমানভাবে দেখেছেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। তিনি আরও বলেন এমন বহু সফলতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এর অবদান রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহাতাব আলী, সদর উপজেলার সহ-সভাপতি আব্দুস সালাম, সদর উপজেলার যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম (বাদশা) জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এস এ সুলতান বাবুল, জাতীয় যুব সংহতির সভাপতি হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক পার্টির জাহাঙ্গীর হোসেন, তরুণ পার্টির আহবায়ক রুবেল, ছাত্রসমাজের সভাপতি রশিদুল ইসলাম, জেলা মহিলা পার্টির তহমিনা আফরোজ শিউলী,জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক মাহমুদসহ বহু নেতা কর্মীদের উপস্থিতি-তে দোয়া মাহফিল সম্পূর্ণ হয়।