ফারুক আহমেদ সূর্য,স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যে লালমনিরহাটে পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩
উদযাপন উপলক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস আগামী ১৭,১৮ ও ১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’ ১৭ সেপ্টেম্বর থেকে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম ( নতুন) ভবনে আয়োজন করেন লালমনিরহাট জেলা প্রশাসক। মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থা সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন আলোচনা সভার প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। তিনি বলেন তার বিদেশের যাওয়ার অভিজ্ঞতা তুলে সেখানকার স্থানীয় সরকার এতটাই শক্তিশালী তাদের আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে এগুলো ব্যবস্থাপনার জন্য। তাদের নিজস্ব মেকানিজম রয়েছে আমরা পর্যায়ক্রমে এখন সেদিকেই যাচ্ছি। যাতে এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সেভাবেই প্রতিষ্ঠিত হয়। এবং উন্নত জীবনযাপনে কিভাবে চলেন এমনই সব উল্লেখ করে বাংলাদেশে যেন এমনটাই হয় এমন ধারণায় সচেতনতা বৃদ্ধি করণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার। পাশাপাশি সবার উদ্দেশ্যে বলেন সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে এই পেনশন স্কিমটি গ্রহণ করতে পারেন এবং এই স্থানীয় সরকার উন্নয়ন মেলায় সোনালী ব্যাংক এর একটি বুথ এখানে রয়েছে সেখানে এই সেবা গ্রহণ করতে পারেন।
লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমি, বীর প্রতিক ( অবঃ) ক্যাপ্টেন আজীজুল হক, মেয়র লালমনিরহাট পৌরসভা রেজাউল করিম স্বপন, ৮নং গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটনসহ সম্মানিত ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।