লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশের সংবিধান প্রণেতা সদস্য, সাবেক সাংসদ প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের সাপটানা বাজার পাট গুদাম প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পরিষদের আয়োজনে এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেগম কামরুন নেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অবঃ) আমিরুল হায়াত আহমেদ মুকুল-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ লুলু-এঁর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পরিষদের সভাপতি প্রফেসর মোঃ হামিদুল হক, রাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, লালমনিরহাট রেল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হাসান চৌধুরী, উন্নয়ন কর্মী সুপেন্দ্র নাথ দত্ত, রোটাঃ ফেরদৌসী বেগম বিউটি, ডাঃ আশিক মোস্তাকিন প্রশুন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোঃ রিয়াজুল ইসলাম রিন্টু, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান দিলু প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পরিষদের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পরিচালনা করেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ রফিকুল ইসলাম।