ফারুক আহমেদ সূর্য লালমনিরহাট
বাংলাদেশ-ভারত মৈত্রী শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের আন্তর্জাতিক সিরিজের ফাইনাল খেলায় ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টিম।
লালমনিরহাট ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) বিকালে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে ফিজিক্যাল খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ বনাম ভারত ফিজিক্যালি চ্যালেঞ্জ ফ্রেন্ডশীপ ক্রিকেট সিরিজ ২০২৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিকালে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় ভারত টিমের অধিনায়ক জয়তি রামের হাতে রানার্সআপ ট্রফি এবং বাংলাদেশ টিমের অধিনায়ক মাহবুবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এছাড়াও সিরিজের বিভিন্ন সময় ম্যান অবদ্যা মাচ ও ম্যান অবদ্যা সিরিজের পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সভাপতি ও লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন। সঞ্চালনায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহিন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাড. আবু ়আহাদ খন্দকার লেনিন। এসময় ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু জাহেদ ভুট্টুু, রবিউল ইসলাম আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী খান মিঠু,জয়দেব সরকার দেবু, তানবির আল হুদা হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-ভারত মৈত্রী শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের আন্তর্জাতিক সিরিজে খেলেছেন ভারতের হায়দারাবাদ বোর্ড অব ক্রিকেট ডিজেবল ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বাংদেশের ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম।