ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ -
১৯৪৭ সালে ভারতবর্ষের বিভক্তির পর ১৯৪৮ সালের ৬ মার্চ কলকাতা সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। একই সম্মেলনে খোকা রায়কে সম্পাদক করে পার্টির পূর্ববাংলা আঞ্চলিক কমিটি তথা পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠন করা হয়।
১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির ৪র্থ সম্মেলনে পৃথক কেন্দ্রীয় কমিটি গঠন করে স্বতন্ত্র ও স্বাধীন পার্টি হিসেবে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি কার্যক্রম শুরু করে এবং ওই সম্মেলনকে প্রথম পার্টি কংগ্রেস হিসেবে গ্রহণ করা হয়।
পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর দলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সংক্ষেপে সিপিবি নামে পরিচিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৩টায় ২০২৩ এ মিশনমোড় চত্বরের সামনে সমাবেশ ও র্যালি-মিছিলসহ নানা কর্মসূচি পালিত হয়।
লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড এ্যাডঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতির জেলা সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায়, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রণজিৎ কুমার রায়, সহ-সম্পাদক নিরঞ্জন কুমার সিংহ, জেলা যুব ইউনিয়ন আহবায়ক গোপাল চন্দ্র রায় প্রমূখ।