ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ রবিবার (১৯মার্চ) ২০২৩ দুপুরে লালনিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস এঁর সভাপতিত্বে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে খরিফ১/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আউশ এবং পাট ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,সিনিয়ার উপজেলা মৎস্য অফিসার নাজনুন নাহার,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম সরকার প্রমুখ।
স্বাগত বক্তা হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট সদ উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন কৃষকরা আমাদের দেশের খাদ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে। তাদের এই উৎপাদন অব্যাহত রাখতে সরকার বিনামূল্যে সার ও বীজ দিয়ে যাচ্ছে। তিনি তাদের অনাবাদি ও পতিত জমিতে ফসল ফলানোর আহ্বান করেন।
এ সময় ৩টি ইউনিয়নের ১৮০০ জন কৃষকের মধ্যে ৩০০ জন কৃষক কে সার ও রোপা আউশের বীজ এবং ৩০০ জন কৃষক কে পাটের বীজ বিতরণ করা হয়। বাকী কৃষকদের আগামীকাল থেকে বিতরণ করা হবে জানা যায়।