ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটে আওয়ামীলীগ এর শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বুড়ির বাজার এলাকায় পুড়ে যাওয়া দোকান ঘর পরিদর্শন করেছেন লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুড়ে যাওয়া দোকান ঘরগুলো পরিদর্শন করতে আসেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা-সভায় তাদের পাশে থাকার আশ্বাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোতাহার হোসেন এমপি তার বক্তব্যে বলেন, বিএনপির রাজনীতি জ্বালাপোড়াও রাজনীতি তাদের রুখে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার কে আবারও ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, কাজী নজরুল ইসলাম তপনসহ মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক আহসানুল হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।