ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
শিক্ষার গুণগতমান নিশ্চিত করণে ও বাল্যবিবাহ রোধকল্পে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মোঃ মতিউর রহমান এঁর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২(সেপ্টেম্বর) ২০২৩ বিকেলে লালমনিরহাট কুলাঘাট সদর বোয়ালমারী বাঁশপচাই আদর্শ একাডেমীর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, বীর মুক্তিযোদ্ধা, প্রাঙ্গণ কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দীপঙ্কর রায়, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, কবি ও কথাসাহিত্যিক, সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি, সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, লালমনিরহাট আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সভাপতি হারুন অর রশিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানের সভাপতি এডভোকেট মতিয়ার রহমান বক্তব্যে বলেন এই এলাকার বাচ্চারা যারা লেখাপড়া করত, তারা ছিল ১১০০জন। আমার কাছে অভিযোগ আসলো যে ঘাটিয়ালরা পারাপারের জন্য তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়। অত্যন্ত কষ্টে কুলাঘাট নদী পার হয়ে স্কুলে আসতে হয়। তখন ঘাটিয়ালদের সাথে আলোচনা করে বলি এই ছোট্ট সোনামনিদের স্কুল যাতায়াতে নদী পারাপারে যেন তাদের কাছ থেকে টাকা না নেওয়া হয়। তিনি আরও বলেন এখানে একটি স্কুল করার ইচ্ছে ছিলো, আল্লাহর রহমতে এখানে এখন ১তলা বিল্ডিং স্কুলটি করেছি। ইনশাআল্লাহ এখানে এই বছরেই স্কুলটির উন্নতি করণে টেন্ডার হবে এবং এই এলাকার আদর্শ একাডেমী হবে অনেক সুন্দর ও নন্দিত একটা স্কুলের বিল্ডিং এই এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য।
এসময় উপস্থিত ছিলেন আদর্শ একাডেমীর ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দরা।