ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাট ২১ (ডিসেম্বর) বিকেলে কালেক্টরেট মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয।উক্ত সভায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আঃ লীগের সভাপতি শেখ হাসিনা ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে ভাষণটি প্রদান করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আমরা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি।দেশের উন্নয়নই হচ্ছে সব চেয়ে বড় কথা। আমরা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করি। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে ঘরে ঘরে বিদ্যৎ সরবরাহ করি। আমরাই মানুষের ভোট আর ভাতের অধিকার নিশ্চিত করেছি। তিনি বি এন পির সন্ত্রাসের কথা উল্লেখ করে বলেন, ২০০১ সালের নির্বাচনে আমাদের কর্মীরা হত্যা নির্যাতনের শিকার
হয়েছিল।
কিন্তু, তৃনমূল পর্যায়ের নেতা কর্মীরা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। আওযামীগের আমলে দেশে কোনো মঙ্গা দেখা দেয়নি বলে উল্লেখ করে তিনি দেশের এক ইঞ্চি জমিও যেনো অনাবাদী না থাকে সকলের প্রতি সে দিকটি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে জনগণের ভোটের অধিকারে যাতে কেউ হস্তক্ষেপ না করে সে-জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান নেতাকর্মীদের মাঝে। তিনি জনগণের ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা প্রদান করলে-বা নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংঘাত হলে কাউকে ছাড় নয় বলে হুশিয়ারি দেন।
এ সভায় লালমনিরহাট-৩ সদর আসনের মনোনীত নৌকার প্রার্থী অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট-২ আসনের প্রার্থী, সমজক্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও লালমনিরহাট-১ আসনের প্রার্থী,বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
জনসভায় তৃনমুল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ মনোযোগে প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন।
অনুষ্ঠানে উপস্থিত লালমনিরহাট-৩ আসনের প্রার্থী অ্যাড. মতিয়ার রহমান প্রধানন্ত্রীর কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তায়ন, বুড়িমারী স্থলবন্দেরের আধুনিকায়নের দাবী জানালে প্রধানমন্ত্রী তা-বাস্তবাযনের প্রতিশ্রতি দেন।
প্রধানমন্ত্রী নৌকায ভোট দিয়ে আবারও জনগণের সেবা করার সুযোগ দেযার আহ্বান জানান।