ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় ১৪২৯ লালমনিরহাটে শতবর্ষী সাংস্কৃতিক ঐতিহ্য এম,টি হোসেন ইনস্টিটিউট লালমনি লোকউৎসব উদযাপন উপলক্ষে লালমনিরহাটের শতবর্ষী সাংস্কৃতিক ঐতিহ্য এম, টি, হোসেন ইনস্টিটিউটে – সংবাদ সম্মেলন হয়।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সূফী মোহাম্মদ আহবায়ক লোকসংস্কৃতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র , মুনিম হোসেন খন্দকার প্রতীক, সদস্য সচিব, লোকসংস্কৃতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র , নাট্যসংগঠক শামীম আহমেদ, উৎসব উপ-কমিটির আহ্বায়ক মাসুদ রানা রাশেদ এবং সদস্য সচিব কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির।
লোকসংস্কৃতি হচ্ছে একটিদেশ বা একটি জাতির আত্মপরিচয়। বাংলাদেশের কৃষি ও শ্রমজীবী সাধারণ মানুষকে কেন্দ্র করেই উদ্ভব হয়েছে লোকসংস্কৃতির। বাংলাদেশের লোকসংস্কৃতি এদেশের মূল সংস্কৃতির ভিত্তি।
তাই গোটা বিশ্বব্যাপী সাংস্কৃতিক আগ্রাসন রোধে দেশ জাতি সংস্কৃতির বিকাশ, দেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা ও সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে
এই চিন্তা কে মাথায় রেখে নানা মুখী পদক্ষেপ নিয়ে লালমনিরহাট এমটি হোসেন ইনস্টিটিউট বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটে আগামী ২থেকে ৪ মার্চ ২০২৩ বৃহস্পতিবার , শুক্রবার ও শনিবার তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনি লোকউৎসব ১৪২৯।
আগামী প্রজন্মের মাঝে লোকচর্চার বহুদূরপ্রসারী ব্যবস্থা নিতে মুক্তিযোদ্ধা, কামার,কুমার, কৃষকসহ বিভিন্ন পেশা ও শ্রমজীবী মানুষের রূপকে ফুটিয়ে তুলতে নানা মুখি পদক্ষেপ গ্রহণে লিখিত বক্তব্য পাঠ করে এসব কথা বলেন।