ফারুক আহমেদ সূর্য,স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ অমর ফারুক এঁর নেতৃত্বে সদর থানাধীন ১০নং বড়বাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয়ের পিছনে জনৈক সবুজ মিয়া এর বাড়ি হইতে অনুমান ১০০ গজ দক্ষিণ ভুট্টা ক্ষেতের মধ্যে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১। মোঃ আব্দুল আউয়াল (২৮) পিতা আব্দুর রহমান সাং সুপরাজি। ২। মোঃ জাহাঙ্গীর (২৯) পিতা মৃত রেজাউল করিম সাং শিবরাম। উভয়ের থানা ও জেলা লালমনিরহাটদ্বয়কে সদর থানার চৌকশ পুলিশ চলমান অভিযানে জুয়ার আসর থেকে ২জুয়ারিকে আটক করেছে।
এ সময় সেখানে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
শুক্রবার (৭জুলাই) দিবাগত রাতে লালমনিরহাট থানার অফিসার এসআই মোঃ রুহুল ইসলামসহ সঙ্গীয় সোর্সরা তাদেরকে ধরতে সক্ষম হন। জানা যায় আটককৃত ২জন জুয়ারিসহ পলাতক সর্বমোট ৮ জনের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং ১৩,ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাস,অর্থ, পলিথিন এগুলো জব্দ হয় বলে জানান।