ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাট সার্কিট হাউজ হলরুমে লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় আজ মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
রিসোর্স পার্সন, চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম সাংবাদিকতাদের প্রশিক্ষণ কর্মশালায় হলুদ সাংবাদিক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিক কী তার তথ্যবহ বক্তব্য সাংবাদিকদের মাঝে তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন রিসোর্স পার্সন, বাংলাদেশ প্রেস কাউন্সিল (অতিরিক্ত) সচিব শ্যামল চন্দ্র কর্মকার, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক টিএম এ মমিন, জেলা তথ্য অফিসার মামুনুর রশীদসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০জন সাংবাদিক
পরে জাতীয় দৈনিক ভোরের চেতনা জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্যসহ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।