ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটের হাতিবান্ধা থানার আইনশৃংখলা বিষয়ক সার্বিক কর্মমূল্যায়নে প্রশংসিত হন চৌকস অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম।
২০২৩ এর জুন মাসর সার্বিক কর্মমূল্যায়নে হাতিবান্ধা থানা প্রথম স্থান লাভ করায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে-
সেই সাথে অস্ত্র উদ্ধারের জন্য মাননীয় ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর কর্তৃক প্রদানকৃত আরো একটি বিশেষ পুরস্কার অর্জন করেন তিনি।
লালমনিরহাটের হাতিবান্ধা থানায় যোগদানের পর সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য রবিবার (১৬জুলাই ) লালমনিরহাট জেলার পুলিশ অফিসের কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভায়, মোঃ শাহা আলম শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ঘোষণা দেন জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্মাননা অর্জন করায় ওসি মোঃ শাহা আলম প্রথমেই মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে বলেন, পুলিশ সুপার মহোদয়সহ উর্ধতন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও দিক নির্দেশনা এবং লালমনিরহাটের হাতিবান্ধাবাসীর ভালোবাসাই আমার এ সফলতা অর্জন। আমি সকল সিনিয়র স্যারদেরসহ হাতিবান্ধা থানা টিম( হাতিবান্ধা থানার সকল অফিসার ফোর্সদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি।
তিনি বলেন, মাদক,জুয়া,নারী নির্যাতন,বাল্য বিয়ে,গুজব, খেলাধুলা, জনসচেতনতা, আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ সুপার মহোদয় যে গাইড লাইন দিতেন আমি তা পালন করার চেষ্টা করেছি এবং এর উপর সর্বোচ্চ সজাগ থাকব যেন হাতিবান্ধা থানা হয় সকল অপরাধ মুক্ত সেই চেষ্টাই করে যাব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সবাইকে নিয়ে আগামীতেও হাতিবান্ধা থানার আইন শৃঙ্খলা সুন্দর রাখতে চাই যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটে এবং এলাকাকে মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে পারি। হাতিবান্ধা থানাকে আগামীতেও সফলতার সিঁড়ি বেয়ে উঠানোর জন্য তিনি তার উর্ধতন কর্তৃপক্ষ ও হাতিবান্ধাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, মোঃ শাহা আলম ২০২২ সালের ১৮ জুলাই অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি লালমনিরহাট সদর থানায় (ওসির) দায়িত্বে ছিলেন।
এসময় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট, মোঃ আলমগীর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট, মোঃ ফরহাদ ইমরুল কায়েস সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মহোদয়সহ অন্যান্য অফিসারবৃন্দ।