ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটের আইডিইবি এর জেনিক কার্যালয় হতে ৪ দফা দাবি বাস্তবায়নে একটি রেলি মিশনমোড় চত্বরে হয়ে জেলা পরিষদ মিলনায়তন(পুরাতন) ভবনে বিক্ষোভ-সমাবেশ করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ লালমনিরহাট।
সোমবার ( ২৪ জুলাই ২০২৩) সকালে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির মোহাম্মদ দস্তগীর নির্বাহী প্রকৌশলী এবং আইন বিষয়ক সম্পাদক আইডিইবি কেন্দ্রীয় কমিটি ঢাকা তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধান বিএনবিসি-২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর সংশোধিত গেজেট প্রকাশসহ ৪দফা দাবি আদায়ের আন্দোলনে সদস্যদের অংশগ্রহণ ও দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে মিডিয়ার মাধ্যমে কথাগুলো তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন আইডিইবি লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ ইনছাফুল হক সরকার, আইডিইবি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসরাইল হোসেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এর সভাপতি সরওয়ার মোর্শেদসহ অন্যান্য ছাত্র-শিক্ষকদ্বয়ও ছিলেন।