ফারুক আহমেদ স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে অভিভাবক সশাবেশের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ২( অক্টোবর) ২০২৩ সকাল ১১টায় স্কুলের হলরুমে বত্রিশ হাজারীর প্রধান শিক্ষক মোহসেনা বেগম মিনা নতুন কারিকুলাম বিষয়ে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন। বাংলাদেশে ২০২৩ সাল থেকে সরকার নতুন শিক্ষা কারিকুলাম চালু করেছে । এর মাধ্যমে আমাদের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রতিটি অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের জীবনেও এর প্রভাবে আসতে যাচ্ছে পরিবর্তন। নতুন কারিকুলামের উপর আমাদের এসব ধারাবাহিকতা অব্যাহত রবে আশা করছি। কাজেই শিক্ষাক্রমকে স্বাগত জানান। নতুন প্রজন্মের জন্য সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত করে দিন। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আপনার সমর্থনের মাধ্যমে আপনিও শরিক হন। আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানদের সুখী সমৃদ্ধ ও নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য ঐক্যভাবে কাজ করি ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সক্রিয় ভূমিকা রাখি।
সমাবেশে উপস্থিত ছিলেন সহঃ প্রধান আবেদা সুলতানা, সহকারী সিনিয়র আনিসুজ্জামান, নুর আলম,রওশন আরা, সহকারী শিক্ষক সেলিনা আক্তার, মোস্তাফিজুর রহমান ও ল্যাব এসিস্ট্যান্ট সাকিল মন্ডলসহ অভিভাবক, শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।