লালমনিরহাট জেলায় চা চাষে এগিয়ে আসুন জাতীয় অর্থনীতিতে অবদান রাখুন
আঃ হাকিম, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, লালমনিরহাট।
,,দুটি পাতা একটি কুঁড়ি, চা চাষে নেইকো জুড়ি,, এই প্রতিপাদ্য কে সামনে রেখেই আজ ৯ মার্চ ২০২৩ খ্রি. রোজ বৃহসপতিবার বেলা ১১ টায় প্রকল্প উন্নয়ন ইউনিট, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল কর্তৃক চা চাষে টিপিং, প্লাকিং ও পোকা-মাকড় দমন" বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তন, আদিতমারী উপজেলায় অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি, আর, সারোয়ার, উপজেলা নির্বাহী অফিসার, আদিতমারী, লালমনিরহাট, জনাব মো: আশরাফুল আলম, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ড. এ কে এম রফিকুল হক, পরিচালক, প্রকল্প উন্নয়ন ইউনিট, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট চা প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ আরিফ খান। তিনি জানান যে, লালমনিরহাট জেলায় এ পর্যন্ত ২৩৪ একর জমিতে চা আবাদ সৃজিত হয়েছে। চা চাষে টিপিং, প্লাকিং ও পোকা-মাকত দমন গুরুত্বপূর্ণ কৃষিকাজ যার উপর চায়ের ফলন নির্ভরশীল।
এই প্রশিক্ষণ চা আবাদকারীদের চা চাষ সম্পর্কে আরো অভিজ্ঞ করে তুলবে। চা চাষ সম্পর্কে প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে চা আবাদকারীগণ আরো স্বয়ংসম্পুর্ণ হবে এবং আধুনিক পদ্ধতিতে চা আবাদের ফলে চায়ের ফলনবৃদ্ধি পাবে যা অত্র জেলার দারিদ্রপিড়িত জনগোষ্ঠির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধনের পাশাপাশি দেশের সামগ্রিক চা শিল্পের উন্নয়ন এবং জেলায় পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হবে মর্মে প্রধান অতিথি মহোদয় আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতি পরিচালক, প্রকল্প উন্নয়ন ইউনিট, বাংলাদেশ চা বোর্ড লালমনিরহাট ভা প্রকল্পের সার্বিক উন্নতি কামনা করেন এবং সকলকে চা আবাদে এগিয়ে আশার আহবান করেন। ভবিষ্যতে লালমনিরহাট। জেলার চা আবাদকারীদের জন্য এরকম প্রশিক্ষণ চলমান থাকবে মর্মে অভিমত ব্যক্ত করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় লালমনিরহাট জেলার চা চাষি ও চা চাষে আগ্রহী কৃষকগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় চা চাষের পদ্ধতির বিভিন্ন বিষয়, আধুনিক পদ্ধতিতে পাতাচয়ন, টিপিং, চায়ের পোকামাকড় দমন ইত্যাদি বিষয়ে জনাব মো: আরিফ খান, প্রকল্প পরিচালক, লালমনিরহাট চা প্রকল্প, জনাব মো: আমির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চা বোর্ড আঞ্চলিক কার্যালয়, পঞ্চগড়, কৃষিবিদ মো: ইমরান হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষিতত্ত্ব), লালমনিরহাট চা প্রকল্প কর্তৃক হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।