০১/০৪/২০২৩,জেলা শহরের গুরুত্বপূর্ণ রেলওয়ে রিক্সাস্ট্যান্ডে শান্তি সমাবেশে করেন জেলা আওয়ামীলীগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।
প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এড মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, এড নজরুল ইসলাম রাজু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এড আশরাফ হোসেন বাদল,যুগ্ম গোলাম মোস্তফা স্বপন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক,
পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রভাষক মোফাজ্জল হোসেন। শান্তি সমাবেশেের সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি নজরুল ইসলাম তপন প্রমূখ। পবিত্রতা বিনষ্টের অপচেষ্টায় বিএনপির ষড়যন্ত্র মূলক কমর্কান্ডের প্রতিবাদে ও স্ম্যাট বাংলাদেশ বিনিমানের জন্য শান্তি সমাবেশ করে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ। শান্তি সমাবেশে আওয়ামী লীগের সকলস্তরের নেতাকমীদের একটাই দাবি ৩ আসনে নির্বাচনে এমপি পদে দেখতে চায়।