নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় জেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি শেরীফা কাদের (এমপি) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহিদ হাসান এর সঞ্চালনায় শহরের বিডিআর রোড (আলোরুপা মোড়স্থ) পার্টির জেলা কার্যালয়ে
অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন
লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি
অ্যাড.নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির সভাপতি শেরীফা কাদের (এমপি) ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান
নবগঠিত কমিটির সদস্যবৃন্দদের
ফুলেল শুভেচ্ছা জানান। পরে,প্রধান অতিথি শেরিফা কাদের (এমপি) তার বক্তব্যে বলেন,এদেশ ও দেশের জনগনের সেবা করার উদ্দ্যশ্যে প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন।
আজ তিনি নেই,কিন্তু তার হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি জিএম কাদের এমপি এর নেতৃত্বে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিনত হয়েছে।তিনি আরও বলেন, আগামী- ২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
নিজেদের সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে পার্টির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।