লালমনিরহাটের মহিন্দ্রনগর বুড়ির বাজার ট্রাক অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ দুইজন নিহত।মোঃইসরাফিল ইসলাম আজ বুধবার( ১ মার্চ) ২০২৩,
নিহতরা হলেন তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে নবিউল৩১ও সাদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খোদারত এলাকার মজিবরের ছেলে রেজাউল ইসলাম ৪৫
স্থানীয়রা জানান সদর থেকেই একটি অটোরিকশা ৭/৮ জন যাত্রী নিয়ে লালমনিরহাট সদর থেকে বড় বাড়ি যাচ্ছিল।
ইতিমধ্যে বড় বাড়ি ইউনিয়নের বুড়ির বাজার পৌঁছালে বিপরীত থেকে একটি ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি হলে সংঘর্ষ হয় এতে নজরুল ইসলাম ঘটনায়স্থানে মারা যায় এবং সকল যাত্রী আহত হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে।
লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন।বাকি আহতদের চিকিৎসা চলছে।
লালমনিরহাট সদর থানার এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুইজনের মৃত্য হয়েছে তবে আহতরা আশঙ্কাজনক তবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।