পুরানো সেই দিনের কথা ভুলিবি কী করে হায়।
ওচোখে দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়…
ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ গত শুক্রবার (৩মার্চ) দিনভর-সেই পুরানো দিনেরই স্মৃতিচারণা করলেন কথায় ও সুরেলা গানে গানে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে মিশনমোড় চত্বর হয়ে অডিটোরিয়ামস্থল গিয়ে এক সঙ্গে জড়ো হয়।পুরো অডিটোরিয়াম সেজেছিল পুনর্মিলনীর লাল,নীল,হলুদ, বর্ণিল সাজে।
সকাল সাড়ে ১০ টায় অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য রেলী নিয়ে এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধুরা মিশনমোড় চত্বর হয়ে মূল অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। এসএসসি ১৯৮৪ সালের পর ২০২৩ সাল সকল বন্ধুরা একত্রে হয়ে হারিয়ে যান সেই পুরানো দিনে। অনেকদিনপর দেখা হাওয়ায় ছিল নানা রকম খুনসুটি।
লালমনিরহাট সাবেক উপজেলা চেয়ারম্যান ও এসএসসি ব্যাচের কনভেনার একেএম মুমিনুল হকসহ উপস্থিত ৮৪ ব্যাচের আবেগ-স্মতিচারণা আড্ডা ছুঁয়ে যায় পুনর্মিলনী প্রাঙ্গণ। দীর্ঘদিনের পুরানো বান্ধবী, সতীর্থ পেয়ে প্রাণ জুড়িয়েই সারাদিন কেটে যায় জেলা পরিষদ অডিটোরিয়াম।