বসন্তের আগমনেই যেন প্রকৃতি নতুন বার্তার মূর্ছনায় ভাসে। সকালের আবছা কুয়াশা কাটিয়ে যেতেই লালমনিরহাট সরকারি কলেজ এর শিক্ষার্থীরাও মেতে উঠে বসন্তবরণের আমেজে। ঋতু পরিক্রমায় শেষ হয়েছে শীত, হৃদয়ে লেগেছে বসন্তের হাওয়া।
ফারুক আহমেদ সূর্য,স্টাফ রিপোর্টারঃ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সরকারি কলেজের শিক্ষার্থীরা পিঠার স্টলে হরেকরকম পিঠা উৎসব ও নাচ-গান কবিতায় বরণ করে নেয়, ঋতুর রাজা বসন্তকে। অধ্যক্ষ,সরকারি কলেজ লালমনিরহাট মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে দুপুর ২টায় পিঠা মেলা ও বসন্তবরণ-১৪২৯ বঙ্গাব্দে শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি কলেজ শাহাদত হোসেন, কবি ও কথাসাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, আহবায়ক, জাতীয় দিবস, উদযাপন কমিটি সরকারি কলেজ লালমনিরহাট মুন্নী বেগম প্রমূখ।
ফাগুনেরও মোহনায়’ কিংবা ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’ গানের তালে সুর মেলানো শেষে অনুষ্ঠানে এক ভিন্নতায় সরকারি কলেজে এক সাক্ষাৎকারে জেলা পরিষদ চেয়ারম্যান ঐতিহ্যের অতীত স্মৃতি এবং বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্যি পিঠা ও বসন্তবরণ এ আয়োজন আমাকে মুগ্ধ করেছে ভবিষ্যতে আরো ভালো কিছু করবে আশা রাখছি লালমনিরহাট সরকারি কলেজ এর প্রিয় শিক্ষার্থীরা।
পরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে পিঠা উৎসবের আঠারোটি স্টল পরিদর্শন করে প্রত্যেকটি স্টলের জন্য ৫০০০ টাকা করে মোট ৯০,০০০ হাজার টাকা তাদের স্টলের জন্য বরাদ্দ ঘোষণা দেন।