ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাট-২ (আদিতমারী, কালীগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও আদিতমারী উপজেলা পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান সিরাজুল হক-এঁর নেতৃত্বে শান্তি ও উন্নয়ন পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের মিশন মোড় চত্বর থেকে এ শান্তি ও উন্নয়ন পথসভা শুরু হয়।
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক প্রমুখ। এ সময় আরও বক্তব্য রাখেন ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিদুর, কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী, পূর্ণ দৈলজোড় নকশা বাজার পলিটেকনিকের নিষ্ট ইন্সট্রাক্টর ইন্জিনিয়ার আবু তালেব সরকার, আদিতমারী উপজেলা যুবলীগের সভাপতি নবীর হোসেন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুল ধরে বক্তব্য দেন। এসময় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজুল হককে আওয়ামী লীগের সংসদ সদস্যের মনোনয়ন দেয়ার দাবী তোলেন। তারা বলেন, সিরাজুল হক আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। দলকে তিনি সুসংগঠিত করে রেখেছেন। ত্যাগী নেতাসহ তৃনমূল নেতাকর্মীরা আজ দাবী জানাচ্ছি আওয়ামী লীগে যোগ্য প্রার্থী তিনি।
পথসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিরাজুল হক বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। বড় বড় মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে। জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের এই উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে হবে।
শান্তি ও উন্নয়ন পথসভায় তিনি আরও বলেন, বিএনপি, জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্যের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ আহত অনেকে এই নারকীয় হত্যাযজ্ঞ, নৃশংস হামলা ও অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।
শান্তি ও উন্নয়ন পথসভাটি লালমনিরহাটের মিশন মোড় থেকে বের হয়ে লালমনিরহাট-২ (আদিতমারী, কালীগঞ্জ) আসনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেলাবাড়ীতে এসে শেষ হয়। পরে ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ
মাঠে আওয়ামী যুবলীগ আদিতমারী উপজেলা শাখার আয়োজনে শান্তি ও উন্নয়ন সভা সমাপ্তি হয়।