ফিরোজ আলম,মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে শাপলা ক্রিড়া ইন্সটিটিউট উদ্যোগে (রোববার ১০-মার্চ) সময় সাড়ে ১০.০০ ঘটিকায় কেশরহাট ডিগ্রি কলেজ মাঠে শাপলা ক্রিড়া ইন্সটিটিউট এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বনভোজন
এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী, সভাপতি শাপলা ক্রিড়া ইন্সটিটিউট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান ও কেশরহাট ডিগ্রি কলেজের সভাপতি এ্যাডঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ শহিদুজ্জামান শহিদ মেয়র কেশরহাট পৌরসভা, মোঃ আশরাফুল ইসলাম সুলতান, সহকারী অধ্যপক (অবসরপ্রাপ্ত) কেশরহাট ডিগ্রি কলেজ, মোঃ আনোয়ারুল হক হেনা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ), কেশরহাট ডিগ্রি কলেজ।
এই অনুষ্ঠানে আগত অতিথিগণ ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে কেশরহাট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ সাধুবাদ জানান এই প্রতিষ্ঠানের ক্রিড়া কার্য সম্পাদনা করার জন্য। সেই সাথে কেশরহাট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাপলা ক্রিড়া ইন্সটিটিউট এর সভাপতি মহাদয়। পরিশেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীরা তাদের অনুভুতি প্রকাশ করে।