ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ১৬-ই ডিসেম্বর -২০২৩ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের প্রথম অংশে রাজশাহী কলেজ শহিদ মিনারে র্যালির মাধ্যমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর শাপলা প্রধান কার্যালয় কনফারেন্স হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: সানজিদা রহমান, ব্যবস্থাপনা পরিচালক, শাপলা কম্পিউটার এ্যন্ড কনজুমারস, এছাড়াও প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা সহ, শাপলার সকল জোনাল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, একাউন্টস অফিসার ও শাপলার সহযোগী প্রতিষ্ঠানের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের অনুষ্ঠানের ইভেন্ট সমুহ:
ক. পুষ্পস্তবক অর্পণ।
খ. আলোচনা অনুষ্ঠান।
গ. বিতর্ক প্রতিযোগিতা ( জোন ভিত্তিক) নারী ও শিশুর উন্নয়নে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন, পক্ষে ও বিপক্ষে
ঘ. কুইজ (জোন ভিত্তিক)।
ঙ. কুইজ ( মেয়েদের নিয়ে গ্রুপ ভিত্তিক)
চ. নাচ প্রতিযোগীতা( সবার জন্য)।
ছ. গান প্রতিযোগীতা ( সবার জন্য)।
জ. যেমন খুশি তেমন সাজো।
ঝ. সমন্বিত সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঞ. পুরস্কার বিতরণ।
চ. মধাহ্ন ভোজ।
সংস্থার সমন্বয়কারী (মানবসম্পদ বিভাগ) মোঃ জাহাঙ্গীর আলম এবং একাউন্টস অফিসার, পাপিয়া সুলতানা এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সকল ইভেন্ট সুষ্ঠুভাবে একের পর এক পর্যায়ভাবে সম্পন্ন হয়।