ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
শনিবার (১লা জুলাই) ২০২৩ বেসরকারি প্রতিষ্ঠান শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে সময় সকাল ১১.০০ ঘটিকায়
স্হানঃ শাপলা কালচারাল স্কুল ৯৮/ বনলতা বাণিজ্যিক
এলাকা, শাহমখদুম, রাজশাহীতে কৃতি ছাত্র – ছাত্রীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৩ উদযাপিত হয়। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে মোহনপুর থানাস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট ও বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আরিফ হায়দার, প্রফেসর নাট্যকলা বিভাগ ও পরিচালক TSCC, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. একরাম হোসেন, প্রফেসর, দর্শন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোঃ দেলোয়ার হোসেন, সমাজকর্মী, কেশরহাট পৌরসভা এবং মোঃ আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা।
এসময় আমন্ত্রিত অতিথিগণ আগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন এবং ছাত্র-ছাত্রীরা তাদের অনুভুতি ব্যক্ত করেন এবং সেই সাথে এরকম ব্যাতিক্রম অনুষ্ঠানের আয়োজন করাই আগত সবাই শাপলার ভূয়সি প্রশংসা করেন। সবশেষে শাপলা কালচারাল স্কুলের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।