আব্দূল জববার আত্রাই,নওগাঁ :প্রতিনিধি;
সারা দেশের মতো উত্তরের খাদ্যভান্ডার নওগাঁতেও পুরোদমে বাজতে শুরু করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাঢোল। গত ১৮ডিসেম্বর প্রতিক পাওয়ার পর থেকে প্রচন্ড শীতকে উপক্ষো করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা রকম পরিবর্তনের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন সতন্ত্র প্রার্থীরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ৬টি আসনের প্রার্থীরা প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন।প্রতিটি এলাকার ওলিগলিতে পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে ।
সকল আসনের মধ্যে নওগাঁ-৬ আসন একটি ঐতিহাসিক আসন। দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহি নির্দশন পতিসর রবিঠাকুরের কুটিবাড়ীর আসন হচ্ছে নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর)। এই আসনে সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক না পাওয়ায় সতন্ত্র প্রার্থী হয়েছেন এডভোকেট ওমর ফারুক সুমন। জেলা আওয়ামী লীগের বিশেষ দায়িত্বে থাকাবস্থায় নিজের এলাকার উন্নয়নমূলক কাজসহ পুরো এলাকার অবকাঠামোগত উন্নয়নমূলক কাজগুলো এডভোকেট ওমর ফারুক সুমন নিজের তত্ত্বাবধানে করে আসছেন। ফলে নিজের এলাকাবাসীর কাছে এডভোকেট ওমর ফারুক সুমনের একটি ভাবমূর্তি সৃষ্টি হয়েছে অনেক আগেই।
তাই নির্বাচনকে সামনে রেখে প্রচন্ড শীতকে উপেক্ষা করে বর্তমানে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন এডভোকেট ওমর ফারুক সুমন। নির্বাচনী আচরন বিধি মেনে দিনে ও রাতে তিনি নিজ নিজ এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমাজকে বদলে যাওয়ার বার্তা পৌছে দিয়ে ভোট প্রার্থনা করছেন। তারই ধারাবাহিকতায় সন্ধ্যার পর তিনি নিজ জন্মস্থান আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে নির্বাচনী গনসংযোগ করেন।
এসময় তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার বদলে যাওয়ার অঙ্গিকারকে পাথেয় করে সমাজের মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে এসেছেন। সমাজ তাকে অনেক দিয়েছে তাই তিনি এমপি নির্বাচিত হয়ে সমাজের মানুষের জন্য আরো কিছু করতে চান। ২০৪১সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি এই আসনের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে ঘুষ, দুর্নীতি, দখলবাজী ও স্বজনপ্রীতি মুক্ত একটি এলাকা গড়তে চান। আত্রাই ও রাণীনগর উপজেলার পরিবর্তনশীল প্রতিটি মানুষ আবারো উন্নয়নের প্রতিক ট্রাক মার্কায় ভোট দিয়ে এডভোকেট ওমর ফারুক সুমনকে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবেন এবং আগামীর শোষনমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযাত্রী হবেন বলে তিনি শতভাগ আশা ব্যক্ত করেন।