পারভেজ হাসান শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকার হোটেল মুন থেকে নিতাই দাস (৩০) নামে এক ব্যক্তির ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মৃত ব্যক্তি সিলেট কোম্পানীগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে। হোটেলের রেজিস্টার সূত্রে আরো জানা যায় নিতাই দাস গত ১৮ অক্টোবর শহরের নতুন বাজার এলাকার হোটেল মুন- এর ২১৫ নাম্বার রুম ভাড়া নিয়ে উঠেছিল।
হোটেলের ম্যানেজার মো. রাকিব মিয়া ওরফে (রতন) জানান আজ শনিবার (২১ অক্টোবর) সকালে পাশের একটি বিল্ডিং থেকে দেখতে পান ফ্যানের সাথে নিতাইয়ের লাশ ঝুলে আছে। পরে সে তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।