মা’কে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দেবার পরিকল্পনা চলছে। বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভাগজোয়ার গ্রামে। বলছি স্বামী হারা হতভাগা নারী আঞ্জুয়ারা বেগমের কথা। ১ টি মাত্র সন্তান তার আর সেই সন্তানই তাকে মেরে ফেলতে চায়। শুধু তাই নয় সন্তানের ভয়ে ঘরেই পায়খানা প্রসাব করেন এই নারী। প্রতিনিয়ত সন্তানের হাতে মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এই মা।
ভূবন বিলাসীর চক্করে পড়ে মায়ের উপর মায়ের উপর নির্যাতন কতটা ভয়াবহ হতে পারে তা এই অসহায় মা’কে না দেখলে কখনো বোঝা যেতো না। জগৎ সংসার তো বটেই পরপারের হাশরের ময়দানে কঠিন বিচারে পরাজয় হবে এই মানুষরূপী জানোয়ারের। মা কেঁদে কেঁদে বলেন একদিন তাকে রড দিয়ে মাথায় আঘাত করছিলো কিন্তু সরে যাওয়ার কারনে ডান চোখের নিচে লাগে। প্রতিদিন সন্তানের হাতে কঠিন নির্যাতনের শিকার এই মা। বাড়ি থেকে বিতাড়িত এই মা এখন কোথায় যাবেন। নষ্ট এই পৃথিবীতে মায়ের সম্মান প্রতিষ্ঠায় ব্যার্থ আমাদের এই সমাজ। এর উত্তর আছে কি।
আমার ঠিকানা বাংলাদেশ সংস্থার পক্ষ থেকে ন্যাক্কার এই জনক ঘটনার তীব্র নিন্দা জানাই।
আরজে মাসুম পারভেজ
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
আমার ঠিকানা বাংলাদেশ