কক্সবাজার প্রতিনিধি: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আজ ২ অক্টোবর বিকালে হোটেল উপল রেস্তোরাঁয় সদ্য ঘোষিত জেলা কমিটির পরিচিতি সভা আয়োজনের জন্য প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলার সভাপতি অধ্যাপক মোঃ নুরুল আমিন সিকদার ভুট্টোর সভাপতিত্বে মিটিং সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১২ অক্টোবর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার সদর,রামু, উখিয়া, মহেশখালী ও
ঈদগাঁও উপজেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলার সভাপতি বলেন, কক্সবাজার জেলা পর্যটন শিল্পের অন্যতম সেরা স্থান। কিন্তু দিন দিন পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে। আমরা সবুজ আন্দোলনের নেতৃত্বে কক্সবাজার জেলাকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে চাই। এজন্য দ্রুত সময়ের মধ্যে নিয়মিত কর্মসূচি পালন করা হবে।
জেলা সাধারণ সম্পাদক বলেন, সাংগঠনিকভাবে কক্সবাজার জেলাকে শক্তিশালী করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আশা করি দেশের অন্যান্য জেলার থেকে কক্সবাজার জেলা সব থেকে শক্তিশালী জেলা হিসেবে বিবেচিত হবে। সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে নিয়ে পরিবেশ বিপর্যয় থেকে কক্সবাজারকে রক্ষা করতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
ইফতেখার উদ্দিন গিয়াস
সহ- দপ্তর সম্পাদক
সবুজ আন্দোলন
কক্সবাজার জেলা শাখা