লালমনিরহাট প্রতিনিধি:
জেলার কালীগঞ্জ সরকারী করিম উদ্দিন পাবলিক কলেজের পদার্থ বিভাগের (বিভাগীয় প্রধান) প্রভাষক মাহবুব উল আলমকে সভাপতি ও হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক রাজ্জাক খানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট্য কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
ওই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ওবায়দুল হক খান,
সহকারী অধ্যাপক ব্রাহ্মণ শাসন সরকারি কলেজ টাঙ্গাইল ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির প্রদীপ কুমার হালদার সরকারি ইস্পাহানি কলেজ ঢাকা গত ৮ নভেম্বর এ কমিটি অনুমোদন দেন।
কমিটির অনান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি প্রভাষক এরশাদুল হক, সহ-সভাপতি প্রভাষক রুহুল আমিন, যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান,প্রভাষক আসাদুজ্জামান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ প্রভাষক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাষক, মাহফুজার রহমান, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক নাছিমা খন্দকার, সহ মহিলা বিষয়ক সম্পাদক, প্রভাষক মাসুমা আক্তার সদস্য প্রভাষক আবু সাঈদ শামসুজ্জামান,প্রভাষক নয়ন চন্দ্র রায় প্রভাষক শ্যামল চন্দ্র রায়, প্রভাষক খাদেমুল ইসলাম প্রভাষক, নয়ন হোসেন এবং প্রভাষক নকুল কুমার রায়।
উক্ত আলোচনা সভা থেকে ২০১৮ সালের বিধি সংশোধন করে সরকারি কলেজগুলোতে সৃষ্ট সকল বৈষম্য নিরসন করে শিক্ষার গুণগত মান উন্নয়নের জোর দাবি জানানো হয়।