-শোকবার্তা-
দৈনিক বাংলা ও নিউজ বাংলার লালমনিরহাট প্রতিনিধি শাজাহান সাজুর মাতা মোছাঃ রশিদা বেগম(৮৭) ১৫ ডিসেম্বর রাত অনুমান ১০ টার দিকে বার্ধক্যজনিত কারণে লালমনিরহাট পৌরসভার বছিরটারী খোর্দ্দসাপটানায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমা ছয় পুত্র ও চার কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমার মৃত্যুতে তার পরিবার ও গুণগ্রাহীদের মাঝে চরম শোকের ছায়া বিরাজ করছে।শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছে লালমনিরহাটে কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সূধী,শুশীলসহ বিভিন্ন শ্রেণীর মানুষজন।
মরহুমার জানাযা নামাজ আগামীকাল(১৬ ডিসেম্বর) বাদ জুমা তাহার গ্রামের বাড়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
মরহুমা রশিদা বেগম ১ ডিসেম্বর ১৯৩৫ সালে আদিতমারী উপজেলার নামুরী মদনপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম মৃত ছমির উদ্দিন এবং মাতার নাম মৃত কবিউন নেছা।