বাগেরহাট প্রতিনিধিঃ-
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত চেয়ারম্যান ইমরান হোসেন রাজিবকে শপথ গ্রহণ করেছেন। বুধবার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন তাকে শপথ পড়ান। এসময়, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিলন উপস্থিত ছিলেন।
চলতি বছরের ৭ মার্চ সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন মারা গেলে পদটি শূন্য হয়। পরে ৩১ মে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। ১৮ জুন পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত ইমরান হোসেন রাজীব একমাত্র প্রার্থী হওয়ায় বিনা তাকে প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়।