দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ আসন থেকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ”র দলীয় মনোনয়নপত্র ক্রয় ও জমা দিলেন উদীয়মান বাংলাদেশ কর্তৃক সম্মাননা পদক পাওয়া আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মোঃ আশেক আলী গাজীর ছেলে মোঃ আওছাফুর রহমান। শুক্রবার দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বাশিকপ ভবন বিএনএফ”র কেন্দ্রীয় দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন এ উদীয়মান নেতা আওছাফুর রহমান। তিনি সংসদীয় আসন ১০৭ সাতক্ষীরা ৩ আসনের সকলের কাছে দোয়া প্রার্থনা করে সাংবাদিকদের জানান, আমি নির্বাচিত হলে প্রথম মানিকখালী টোল মুক্ত করবো, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের আর্থিক সহায়তা করব। বিভিন্ন হাট বাজারের পণ্য ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে তার ব্যবস্থা করব। যে বাজারে চাননি নেই সেখানে চাননির ব্যবস্থা করব। প্রত্যেক ইউনিয়নে সরকারি কবরস্থান তৈরি করব। কৃষকদের বিভিন্ন বীজ সার দিয়ে সহযোগিতা করব, মাছ চাষীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মাছের পোনা বিতরণ করব। ধান চাষীদের ফ্রি বিছ দেওয়ার ব্যবস্থা করব। গরীব অসহায় দুস্থদের বিভিন্ন প্রকার সহায়তা দিয়ে সাহায্য করব। মানুষের চলাচলের জন্য যাতায়াতের ব্যবস্থা ভালো করা যায় সেদিকে খেয়াল রাখা সহ প্রত্যেকটা ইউনিয়নে অনুষ্ঠানের জন্য অডিটোরিয়াম গড়ে তুলবো। এছাড়া আশাশুনি বাসির জন্য কর্মসংস্থান ব্যাংক করার চেষ্টা করব যাহাতে সেখান থেকে যুবসমাজ টাকা নিয়ে তাদের কর্মসংস্থান করতে পারে। চলমান দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে পা ফাটা গরীব কৃষকদের প্রাধান্য দেয়া হবে তিনি আশ্বস্ত করেন। আমলাতান্ত্রিক জটিলতা দলীয় কোন্দল
ঠেকানোর জন্য এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে মনিটরিং টিম তৈরি করার প্রতিশ্রুতি দেন। সকল শ্রেণীর পেশার মানুষের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে তিনি জানান। নির্বাচনী এলাকা মাদকমুক্ত কর ও জলবদ্ধতা নিরসনের জন্য যা যা করা প্রয়োজন সবাইকে একত্রিত হয়ে করার চেষ্টা করা হবে। হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দির গির্জা উপাসনালয় শ্মশান ঘাট সব জায়গায় উন্নয়ন করার আশ্বস্ত করেন। অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এলাকার মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে সর্বোপরি এলাকাবাসীর জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি নির্বাচিত হলে কথা নয় কাজ কাজেই প্রমাণ করব। তিনি সকলের কাছে সহযোগিতা চায় নির্বাচনকালীন সময়ে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। তিনি সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং অসমাপ্ত কাজ শেষ করবে দেশের উন্নয়নে জন্য। তিনি নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তাঘাট পুকুর সহ স্কুল কলেজ মাদ্রাসা সকল ক্ষেত্রে উন্নয়ন করবে বলে আশাশুনি, দেভহাটা, কালিগঞ্জ আংশিক সর্বোচ্চ শ্রেণী পেশার মানুষের সেবা করার সুযোগ চেয়েছেন আওছাফুর রহমান।