গাইবান্ধা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনব্যাপী সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনসার সদস্য তালিকা শেষ হয়।
এর আগে, বুধবার (৪ অক্টোবর) থেকে শুরু হয় এ তালিকা প্রণয়ন।
এসময় সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন, উপজেলা প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল, প্রশিক্ষিকা মোছা. আনজুয়ারা বেগমসহ দলনেতা-নেত্রী ও কমান্ডাররা উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল বলেন, উপজেলার ১১ ইউনিয়ন থেকে আনসার সদস্য তালিকার করা হচ্ছে। এতে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত ৬৮ জন করে পিসি-এপিসি এবং ৬৮০ সাধারণ সদস্যসহ মোট ৮১৬ জন সদস্য থাকবে। এছাড়া অতিরিক্ত ১০% নেওয়া হচ্ছে।
সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় এ উপজেলার সম্ভাব্য ৬৮ ভোটকেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে ১২ আনসার সদস্য (পুরুষ-মহিলা) দায়িত্ব পালন করবেন।