রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ ১৪ নভেম্বর, সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ১দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় বিষয় ভিত্তিক ৪টি প্যাভিলিয়নে বিভিন্ন সরকারী/বেসরকারী সেবা প্রদানের ব্যবস্থা করা হবে। মেলায় ‘মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক সেমিনার; অংশগ্রণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।”
এসময় উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, সহ-প্রকৌশলী (জনস্বাস্থ্য) সন্তোষ কুমার সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।