হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নাশকতা সৃষ্টির উদ্দ্যেশ্যে মিছিলরত অবস্থায় ১০ শিবির কর্মীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দিঘীরহাট বাজার এলাকায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘীরহাট এলাকায় ইসলামী ছাত্র শিবিরের ৩০/৩৫ জন কর্মী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মিছিল শুরু করে। এসময় স্থানীয় জনগণ তাদের বাধা প্রদান করে। বাধা দেওয়ার এক পর্যায়ে শিবিরের কর্মীগন ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করলে স্থানীয়রা ১০জন কর্মীকে আটক করে থানা পুলিশে খবর দেয়। তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন, ‘আটককৃত শিবির কর্মীরা সকলেই ছাত্র। আটককৃত সকলের বয়স আনুমানিক ১৮ থেকে ২২ বছরের মধ্যেই সীমাবদ্ধ।’
আটককৃত শিবির কর্মীরা হলো পত্নীতলা উপজেলার হাশেমবেগপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে রাকিব হাসান, সাপাহার উপজেলার বাগডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে মোস্তাকিম,পোরশা উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফুয়াদ হাসান, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের মোতালেবের ছেলে মোজাহিদুল ইসলাম, সাপাহার উপজেলার দক্ষিন পাতাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াসিন হামিদ ও ইয়াসির আরাফাত, ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী দুর্গাপুর উপজেলার জুগিশু গ্রামের আ. কুদ্দুসের ছেলে আরিফ হাসান,সাপাহার উপজেলার গৌরীপুর গ্রামের মুমিনুল ইসলামের ছেলে হাসান আলী।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।