হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলি কবরস্থান থেকে মহাশ্মশান পর্যন্ত খানা খন্দভরা সড়কটি দ্রুত পাকাকরনের জোরদাবী জানিয়েছেন এলাকাবাসী।
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাতিয়ানতলি উত্তরপাড়া কবরস্থান থেকে বিসিক শিল্পপার্ক সংলগ্ন উত্তরপাড়া জামিয়া কাছিমিয়া দারুল উলুম কওমী মাদরাসা,
এতিমখানা, লিল্লাহ বোডিং এর সম্মূখ হয়ে দক্ষিণপাড়া মহাশ্মশান ও হাট-বাজারের যাতায়াতের একমাত্র কাঁচা সড়কটি বেহালদ্বশার কারণে প্রতিদিন নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় জনসাধারণের।
খানা খন্দভরা সড়কের কালভার্ট ব্রীজসহ আশপাশের ভাঙ্গা অংশ গুলো জনপ্রতিনিধিরা মেরামতে কোনরূপ উদ্যোগ না নিলেও নিজেদের উদ্যোগেই মেরামত করে থাকে গ্রামবাসীরা। স্কুল-কলেজ,হাট-বাজারে যাতায়াতে বেহালদ্বশা সড়কটি দ্রুত নির্মাণের জোর দাবী জনিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে গেলে, গ্রামের ঈদগাহ মাঠের পরিচালক আবু বকর সরকার, গ্রাম প্রধান গোলাম মওলা আমিন, নুরুল হুদা শেখ, মোতালেব তালুকদার, মাদরাসার মুফতি মাওলানা ফোরহাদুজ্জামান বলেন,
ছাতিয়ানতলি উত্তরপাড়া কবরস্থান থেকে দক্ষিণে মহাশ্মশান ও স্থানীয় হাট-বাজারে যাতায়াতের একমাত্র সড়কের উভয় পার্শ্বে হিন্দু, মুসলিম মিলে প্রায় ৫০০ পরিবার বসবাস করে ।
এলাকাবাসীরা জানান, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদের নামাজ আদায়, দৈনন্দিন হাট-বাজারে যাওয়া বা কোন বেক্তি গুরুতর অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া, বা কোন মানুষ মৃত্যু বরন করিলে ওই মাইয়াতকে কবরস্থানে বা হিন্দুদের মহাশ্মশানে নিতে খানাখন্দেভরা একমাত্র এই কাঁচা
সড়কটিই ব্যবহার করতে হয়। বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্তের ফলে জনসাধারণ নিদারুণ কস্ট ভোগ করে থাকে।
এছাড়াও যাতায়াতের একমাত্র সড়কটির অধিকাংশ স্থান বিসিক শিল্প পার্কের ভিতর পড়ে যাওয়ায় সমস্যা এখন নতুন ভাবে দেখা দিয়েছে। বিসিক শিল্পপার্ক সংলগ্ন উত্তরপাড়া জামিয়া কাছিমিয়া দারুল উলুম কওমী মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর প্রতিষ্ঠাতা মাওলানা কারী গোলাম রসুল বলেন, এই মাদরাসায় অত্র এলাকাসহ বিভিন্ন স্থানের কোমলমতি ছাত্রদের দ্বীনি শিক্ষা দানের জন্য এই মাদরাসা ও লিল্লাহ বোডিং প্রতিষ্ঠা করা হয়েছে। সড়কটিতে খানাখন্দের কারনে মাদরাসার শিক্ষক /ছাত্রসহ সকলের যাতায়াতের নানাবিধ সমস্যা হয় প্রতিদিন । জনগুরুত্বপূর্ণ এই কাঁচা সড়কটি অতি দ্রুত পাকা করনের জোরদাবী জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।