হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
‘‘তথ্য পেলে জনগণ নিশ্চিত হবে সুশাসন, দেশে এসেছে তথ্য নীতি তথ্য দিতে নেই ভীতি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সিরাজগঞ্জ সদর উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ( ১৫ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, উপজেলা প্রশাসন সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ( গ.প্র. প্র.) তথ্য কমিশন ড. মোঃ আঃ হাকিম।
প্রশিক্ষণ কর্মশালার মূল প্রশিক্ষক ও প্রধান অতিথি তথ্য কমিশন ড. মোঃ আঃ হাকিম তিনি বলেন, তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে তথ্য কমিশন (আইসি) দেশের বিভিন্ন স্তরে কর্মরত দায়িত্বশীল কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি প্রদানের মাধ্যমে এর কার্যক্রমে গতিশীলতা এনেছে।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন, সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার ভূমি এস এম মোঃ রাকিবুল হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমূখ।