হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন এর শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ মিনিটে জেলা মডেল মসজিদে ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে. এম হোসেন আলী হাসান।
প্রধান অতিথি বলেন, প্রথমে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠাতা করে ছিলেন । মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ৫২ ভাষা আনন্দোলন মধ্যে দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম ধর্ম আমাদের সকল মুসলমানদের কে সম্মানিত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ে ছিলেন বাংলাদেশে জাতি বর্ণ নির্বে শেষে এক সাথে বসবাস করবে। মহান আল্লাহ পাকের দিক নিদের্শনা গুলি ও নবী রাসূলের সূন্নত গুলি সঠিক ভাবে পালন করবে এই জন্য তিনি ইসলামিক ফাউণ্ডেশন তৈরী করে ছিলেন।
সে সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক ক্রীড়াপ্রেমী মোঃ ফুলাদ হায়দার খান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ, দোয়া পরিচালনা করেন, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, প্রমূখ।