সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
" সেবাই হোক সকল আয়োজনের ভিত্তি" সিরাজগঞ্জে গরীব অসহায়ও সমাজের কম সৌভাগ্যবান সুবিধা বঞ্চিত শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি হল রুমে এপেক্স ক্লাব বাংলাদেশ এর আয়োজনে কম্বল বিতরন করেন নবনির্বাচিত ডিজি - ৯ এর গভর্নর এপেক্সিয়ান হেলাল আহমেদ।
সে সময়ে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ ফরিদুল হক, সাধারন সম্পাদক এপেক্সিয়ান মোঃ মজনু মোল্লা, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফুলাদ হায়দার খান, সেবা পরিচালক এপেক্সিয়ান আব্দুস সালাম, ট্রেজারার এপেক্সিয়ান আনসার আলী, এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম, এপেক্সিয়ান আব্দুর রাজ্জাক, এপেক্সিয়ান মোঃ কোরবান আলী, এপেক্সিয়ান আব্দুর রহিম, বিশিষ্ট সমাজ সেবক মোদাস্সের রহমান ( পরাগ) অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক মোঃ হোসেন আলী(ছোট্ট) সহ আরো অনেকেই।