হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে জেলা কৃষি ঋণ মেলা ২০২৩ সরকারি বেসরকারি ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানদেরকে নিয়ে কৃষি ঋণ প্রদান উপলক্ষে আলোচনা সভা ও কৃষকদের মাঝে কৃষক ঋণ মেলা শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩০ জানুয়ারী ২০২৩) সকাল ১১ টায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষি ঋণ মেলা উপলক্ষে আলোচনা সভা ও কৃষি ঋন প্রদান করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে মেলা উদ্বোধন ও চেক বিতরণ সহ বক্তব্য রাখেন প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, এছাড়াও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাবলু কুমার ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা রকিব উদ্দিন, সিরাজগঞ্জ রাকাব ডিজিএম আব্দুল আলিম, জনতা ব্যাংকের ডিজিএম জাহিদুল ইসলাম, বিবি বগুড়া ঘুগ্ন পরিচালক রিরেন্দনাথ রায়, কৃষি অফিসের সকল কমকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ মেলায় অংসগ্রহণ করেন সিরাজগঞ্জ সরকারি বেসরকারি ব্যাংকের সর্বমোট ৩৩ টি স্টল । বিভিন্ন কৃষকদের মাঝে কৃষি ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না (এমপি)। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মধ্যে যারা কৃষি কাজ নিয়ে রয়েছে তাদের এক একটিও জমি যেন পতিত না পরে থাকে সেই নিদেশ প্রদান করেছেন এবং কৃষকদের যেন কষ্ট না হয় সেই বিষয়ে কৃষি ঋণ চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে। আমাদের সিরাজগঞ্জের মাটি খুবই উর্বর। তুলনামূলকভাবে জমির পরিমাণ কম হলেও মহান আল্লাহর রহমতে সিরাজগঞ্জ মাটিতে যা চাষাবাদ করেন কৃষকরা সবই সোনার ফসল ফলন হয়। মেলাকে প্রাণবন্ত করতে সিরাজগঞ্জে সর্বসাধারণকে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি ।
দিনব্যাপী মেলায় ৩৩ টা স্টল বসে এবং অনুষ্ঠানে ৩৪০ জন কৃষককে প্রায় ৩ কোটি টাকা কৃষি ঋণ প্রদান করা হয়।