হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
” স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন ” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল২০২৩) সকাল ৯ টায় জেলা প্রশাসন, সিরাজগঞ্জ, ও জেলা ক্রীড়া সংস্থা, সিরাজগঞ্জ এবং জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টোরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে শেষ হয়। এর আগে শোভাযাত্রাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন, জেলা প্রশাসক সিরাজগঞ্জ ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থ্যা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তমাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার সিরাজগঞ্জ মোঃ মাসুদ রানা, ও জেলা ক্রীড়া সংস্থ্যার সাবেক যুগ্ম-সম্পাদক সঞ্জয় সাহা, জেলা মহিলা ক্রীড়া সংস্থ্যার সাধারণ সম্পাদিকা ফারজানা সিদ্দিকা অপু, জেলা ক্রীড়া সংস্থ্যার নির্বাহী কমিটির সাবেক সদস্য মোঃ আল-আমিন হোসেন, মোঃ এনামুল হক, ফুলাদ হায়দার খান, বিশিষ্ট ক্রীড়াবীদ এমদাুল হক, মোঃ সেলিম হোসেন, মোঃ রেজাউল করিম খোকন, জেলা ক্রীড়া সংস্থ্যার অফিস সহকারি মোঃ রেজাউল করিম, এবং সিরাজগঞ্জ শ্রেষ্ঠ ভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মামমুদ, প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সিরাজগঞ্জ মীর মোঃ মাহবুবুর রহমান বলেন, বর্তমান সরকারের কারনে ক্রীড়া ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। ২০১৩ সালে ৬ এপ্রিলকে ‘আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ ঘোষণা করে জাতিসংঘ। ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো এ দিবসটি উদযাপন করা হচ্ছে। জাতিসংঘের ধারাবাহিকতায় জাতীয় ক্রীড়া দিবসের সাথে আন্তজার্তিক ক্রীড়া দিবস পালিত হয়ে আসছে। ২০১৭ সাল থেকে এটি পালিত হয়ে আসছে। তাই আজ ৬ এপ্রিল সিরাজগঞ্জে জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবসটি পালন করা হচ্ছে।