অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী বলেন, ‘সেই স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষাটাকে স্মার্ট হতে হবে। শিক্ষাটাকে স্মার্ট করতে আমাদের সকলকে শিক্ষামুখী হতে হবে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক বছর ধরে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। ঠিক যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষাকে প্রাধান্য দিতে হবে এবং তিনি যেভাবে চিন্তা করেছিলেন তা অনুসরণ করে বঙ্গববন্ধু কন্যা শিক্ষাকে এগিয়ে নিতে সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন,এবং শিক্ষানীতি করে দিয়েছেন।’স্বাধীন সার্বভৌম একটি দেশের উপযোগী করতে তাকে এগিয়ে নিয়ে যেতে, তার সব সম্ভাবনাকে বিকশিত করতে যে রকম শিক্ষা ব্যবস্থা করা দরকার, ঔপনিবেশিক শিক্ষা নয়, একটি সাধারণ দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়বার জন্য বঙ্গবন্ধুকন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। ’পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সকলের উচিৎত প্রাথমিক বিদ্যালয় থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজন করা। এতে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ পাবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এবং বাল্যবিবাহ বন্ধ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন সিরাজগঞ্জ সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী।