হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ-এ জাতীয় যুব দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা যুব সংগঠন রেজিস্ট্রশনের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ( ১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কারালয়ের এ কে, শহীদ শামসুদ্দিন সম্মিলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জ এর আয়োজনে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ- পরিচালক মোঃ শরীফুল ইসলাম, আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ও ( সার্বিক) সিরাজগঞ্জ গণপতি রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও ঋণের চেক প্রশিক্ষণার্থীদের হাতে তুলেদেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ
তিনি বলেন, আমরা দক্ষ ও প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে চাই। এজন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বিজয়ী জাতি। মর্যাদার সঙ্গে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কারো কাছে হাত পেতে বা মাথা নিচু করে নয়। আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।
বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে যুবকদের সঙ্গে আত্মিক ও মানসিক সম্পর্ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের তিনি তরুণদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে, অসত্যকে পরিহার করতে, শোষণ-বঞ্চনা, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাতেন। ১৯৭৫-এর ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধীচক্র জাতির পিতাকে পরিবারের বেশির ভাগ সদস্যসহ নির্মমভাবে হত্যা করে অবৈধভাবে দেশ পরিচালনার দায়িত্ব হাতে তুলে নেয়। তারা দেশের যুব সমাজকে বিপথে পরিচালিত করে এবং ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে। শিক্ষা উপকরণের বদলে তাদের হাতে তুলে দেয় অস্ত্র, মাদক এবং কালো টাকা। যার ফলে দেশের শিক্ষাঙ্গনগুলো পরিণত হয় সন্ত্রাসের স্বর্গরাজ্যে। বাংলাদেশের যুব সমাজকে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা পথে ঠেলে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার সিরাজগঞ্জ মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপি এম ( বার) পিপি এম বার, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ,
এছাড়া আরো উপস্থিত ছিলেন ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বেসরকারি নারী উদ্দোগতা উল্লাপাড়া আপন ঘর যুব সংগঠনের সভাপতি লুৎফর নেছা পুনম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার, । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর যুব উন্নয়ন অফিসার মহসিন।