হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ( ৯ নভেম্বর) শহরের ভিক্টোরিয়া হাই স্কুল সিরাজগঞ্জ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।
সদর উপজেলার শিক্ষা ও সরকারি বিভিন্ন মোট ২৮ টি প্রতিষ্ঠান ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী গুলো মেলা পর্যটকদের সামনে তুলে ধরেন।মেলা শেষে সভাপতি ৪ টি ক্যাটাগরিতে ২৮ টি সন্মানোনা ক্রেস্ট প্রদান করেন এবং আগামী জেলা উদ্ভাবনী মেলার জন্য সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস, ও সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিস এবং সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্টলকে অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার সিরাজগঞ্জ সদর মোঃ আনোয়ার হোসেন সাদাত, সদর উপজেলা প্রানিসম্পদ ভারপ্রাপ্ত অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হেসেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমূখ। ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।