হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সিডিসি দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ১১ সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বর চৌরাস্তায় মুজিব সড়কে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আশিকুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, মো. রতন মিয়া, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসাইন, যুগ্ম সম্পাদক সাইদ সৌরভ। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মো. আবু সাঈদ, মো. বিজয় খাঁন, জাহিদুল ইসলাম, মুরাদ হোসেন, সাদিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর
স্মারকলিপি প্রদান করেন সকল শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ০৯-০৬-২০২২ ইং তারিখে NSDA তে গৃহীত আই এম টির প্রশিক্ষণার্থীদের কন্টিনিয়াস ডিসচার্জ সার্টিফিকেট (সিডিসি) প্রদানের ক্ষেত্রে কারিগরি কমিটির সুপারিশ বাতিল, ২০১০ সাল হতে অদ্যবধি ও ভবিষ্যতে আইএমটি সমূহ থেকে পাশকৃত ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান, মার্চেন্ট শিপ এ ১২ মাস সী – সার্ভিস সম্পন্ন করার পর সিওসি ক্লাস-৩ পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ প্রদানের দাবি জানান।