হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
ঢাকা পোস্ট দ্বিতীয় বৎসর প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বৎসর পর্দাপণ উপলক্ষে আলোচনাসভা ও কেক কর্তন ও বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহ্পতিবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে দৈনিক কলম সৈনিক কার্যালয়ে ঢাকা পোস্টের তৃতীয় বছর পর্দাপণ অনুষ্ঠানে এনটিভি জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, পি বি, আই কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া,
ট্রাফিক পুলিশ কর্মকর্তা মোঃ সালেকুজ্জামান সালেক, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফজলে খোদা লিটন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ সরকার, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ।