হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে ফুলদিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্য্যালয়ের জেলা প্রশাসকের কক্ষে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে নবাগত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
নবাগত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর বলেন, সিরাজগঞ্জে যোগদানের পর শুনেছি এই জেলার সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা ও গণমাধ্যম কর্মীদের সাথে নীবিড় সম্পর্ক রয়েছে। বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জনগণের দৌড় গোড়ায় সেবা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদ ভূমি অফিস এবং ভূমি অফিসার্স কল্যাণ পরিষদ, প্রশাসনের সাথে চমৎকার সম্পর্ক। আশা করব জেলা প্রশাসনের সঙ্গে ভবিষ্যতে সকলের সু – সম্পর্ক বজায় থাকবে। আগের কার্যক্রম যেভাবে চলছে বর্তমানে সেভাবেই চলবে। আগের চেয়ে কার্যক্রম কীভাবে এগিয়ে যাবে সেদিকে বেশি করে নজর দিবো। এ ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এ সময়ে উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজশাহী বিভাগ মোঃ হাছান আলী, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, অর্থ সম্পাদক খন্দকার তারিকুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,পৌর ভূমি সহকারী কর্মকতা ও উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম এবং সিরাজগঞ্জ ভূমি কর্মকতা ও কবি মোঃ নজরুল ইসলাম,বহুলী ইউনিয়ন ভূমি অফিসার মোছাঃ নাজমা খাতুন প্রমূখ।