হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
” স্মার্ট বাংলাদেশ সবার জন্য স্মার্ট সেবা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগণের দোরগোড়ায় সেবার ১ যুগ পূর্তি উৎসব উপলক্ষে আলোচনাসভা কেক কর্তন ও বনার্ঢ্য শোভাযাত্রা বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে,
শুক্রবার ( ১১ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসন এর আয়োজনে কালেক্টরেট চত্বরে ডিজিটাল সেন্টার এর ১ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে কেক কর্তন ও বনার্ঢ্য শোভাযাত্রা বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়ানো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ডিজিটাল সেন্টার এর ১ যুগ পূর্তি ও জনগণের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর মানুষের সেবা গ্রহণের ক্ষেত্রে এক অনন্যতম সেবা। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, তার জন্য প্রণীত নীতিমালা, আমাদের অর্জন ইত্যাদি ছাড়াও আমি নিজে বিষয়টি একটু ভিন্ন মাত্রায় দেখতে চাই। বস্তুত আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তি ও জীবনধারায় পেছনে থাকার বদলে দুনিয়াকে ডিজিটাল যুগে নেতৃত্ত দেয়া। আমাদের জন্য স্বপ্ন হচ্ছে ২০২০ সালের মুজিব বর্ষ, ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ২০৩০ সালে এসডিজির লক্ষ্যমাত্রা ও ২০৪১ সালের সুখী সমৃদ্ধ ও উন্নত দেশের স্বপ্ন,।
পরে এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা কেক কর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
সে সময়ে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় সরকারের উপ-সচিব মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ গণপতি রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী (ভূমি) এস এম রাকিবুল হাসান, প্রমূখ। ডিজিটাল সেন্টার এর ১ যুগ পূর্তিতে শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ও সিরাজগঞ্জ সরকারী কলেজের রোভার ও গাল ইন রোভার স্কাউট এর সদস্য ও সদেস্যারা উপস্থিত ছিলেন।